
JavaMob: Wapkiz Download Site Template || ওয়াপকিজ অ্যাপ শেয়ারিং/ ডাউনলোড সাইট টেমপ্লেট
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছে আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি Wapkiz Download Site Template (ওয়াপকিজ ডাউনলোড সাইট টেমপ্লেট)।
আপনি যদি ওয়াপকিজে একটি অ্যাপ শেয়ারিং বা যে কোন ধরনের ডাউনলোড সাইট বানাতে চান তবে এই টেমপ্লেটটি আপনার জন্য। অনেক আগে আমি এই টেমপ্লেটটি ডিজাইন করে রেখেছিলাম। যখন ওয়াপকিজ যাত্রা শুরু করে। এখন আমার এই টেমপ্লেট কোন কাজে লাগে না তাজ ভাবালাম শেয়ার করে দেই। যারা নতুন তাদের হয়তো কাজে লাগবে!!
এখন ওয়াপকিজে টেমপ্লেট Upload এবং টেমপ্লেট Download/ Export করার সিস্টেম রয়েছে তাই খুব সহজেই এই টেমপ্লেটটি আপনি আপনার সাইটে Import/ Upload করে কয়েক মুহুর্তেও একটি ডাউনলোড সাইট বানিয়ে নিতে পারবেন। এই সিস্টেমটা না থাকলে আমাকে পুরো একটা চেইন পোস্ট লেখা লাগতো। আর আপনাকে সেই পোস্টগুলো পড়ে কোড কপি করে এক এক করে বসাতে হতো। যাই হোক এই ফিচারটি যুক্ত করে অনেক ভালোই করেছে! কী বলেন?
অনেক কথা বলে ফেললাম!! এবার আসি টেমপ্লেটির কথায়। যেমনটা বললাম এটি আমি অনেক আগে ডিজাইন করেছিলাম। সম্ভবত ২০১৮ সালের দক তাও জাভা মোবাইল দিয়ে। আগের ডিজাইন হলে কী হবে? এটি দেখতে আগের করা ডিজাইনের মতো মোটেই মনে হয় না।
Table of Contents
About Wapkiz Download Site Template
এই টেমপ্লেটের নাম রাখা হয়েছে Javamob। মূলত জাভা মোবাইল দিয়ে এই টেমপ্লেট তৈরি এবং জাভা ফাইল শেয়ার করার জন্য এই টেমপ্লেটটি বানিয়েছিলাম তাই এই নাম রাখা হয়েছে। তবে, আপনি চাইলে থিমটিকে একটু কাস্টমাইজেশন করে যেকোন ডাউনলোড সাইট থিমে এটিকে পরিণত করতে পারবেন।
Template Name | JavaMob |
Platform | Wapkiz |
Language Uses | Html, Css, Js, Jquery and Wapkiz tag code |
Version | 1.0 |
Author | Imran Hossan |
License | Only for personal work not for business |
JavaMob Wapkiz Template Demo

Features
- No Footer Ads
- SEO Friendly
- Fast loading
- Mobile Friendly
- Fixed Header
- Stylish Design
- Multi File Manager
- High Cpc
- Adsense Supported
- Pagination
- SEO Froendly url structure
- Much and more…
Download JavaMob Wapkiz Template
কীভাবে ওয়াপকিজে টেমপ্লেটটি আপলোড করবেন?
প্রথমে টেমপ্লেটটি ডাউনলোড করে নিন এবার যে সাইটে থিমটি আপলোড করবেন সেই সাইটের প্যানেল মোডে যান। এবার প্যানে মোড থেকে Theme » Backup / Restore এ যান। এবার .wapkiztpl ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দিন। ব্যাস আপনার কাজ শেষ।
আশা করছি টেমপ্লেটটি আপনার কাজে লাগবে। যদি ওয়াপকিজ নিয়ে আরো টেমপ্লেট চান তবে এই পোস্টের নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি চেস্টা করব টেমপ্লেটটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন।
[email protected] ai mail a link ta den
Please don’t share your email publicly. Just comment what you want. Alright?