
Wapkiz Footer Ads Hide Code v2.0 || মুছে ফেলুন ওয়াপকিজের ফুটার এডস চিরতরে
আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছে। পোস্টের টাইটেল দেখে বুঝে যাওয়ারই কথা আজকের এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Wapkiz Footer Ads Hide Code । এই টিউনে যে এডস হাইড কোডটি শেয়ার করব সেটি ওয়াপকিজ ফুটার এডস হাইডের লেস্টেস্ট ভার্সন (v2.0)।
যার জানেন না তাদের জন্য বলে নিচ্ছি আগের যে ওয়াপকিজ ফুটার এডস হাইড কোড আপনার ব্যবহার করতেন সেটিও আমারই তৈরি করা। বর্তমানের সেটি এক্সপায়ার্ড হয়ে গেছে। যদিও এখন ওয়াপকিজ নিয়ে কাজ করি না!! আর অনেকই অনুরোধ করছেন নতুন এডস হাইড কোড দেওয়ার জন্য তাই ভাবলাম কোডটি তৈরী করে শেয়ার করে ফেলি। কী বলে?
আগের তৈরী এডস হাইড কোডে পোস্ট – Hide Wapkiz Footer Ads 100% Working 2020 Method। যার এই মেথড ব্যবহার করেছিলেন তারা জানেন যে, এটা Js মেথড ছিল এবং স্ক্রিপ্ট Encode করা ছিল। আর, সিম্পল একটা পপ-আপ সমস্যা ছিল। কিন্তু, v2.0 তে কোন প্রকার পপ-আপ থাকবে না ও সম্পূর্ণ ফ্রেস কোড থাকবে। তাই আপনার খুব সহজে এর টেকনিকটা ধরে নিতে পারবেন।
তবে, আর আগে চলে এর লাইভ ডেমো দেখে নেওয়া আসা যাক। কী বলেন?
Table of Contents
Code Live Demo
লাইভ ডেমো দেখতে এই লিংকে ভিজিট করুন – http://techlover.wapkiz.mobi/
লাইভ ডেমোর টেমপ্লেটটি কিন্তু ট্রিকবিডির মতোন। আপনি যদি ওয়াপকিজে ট্রিকবিডির মতোন সাইট বানাতে চান তবে এই চেইন টিউটোরিয়াল গুলো দেখুন। ভিডিও সহ পাবেন। লাস্ট পার্টের লিংক দেওয়া হলো। এখানে সব পার্টের লিংক পাবেন – {Admin Discussion} Wapkiz এ বানান TrickBD এর মতোন ফোরাম সাইট [Last Part]
এবার এই কোডের ফিচার গুলো নিয়ে আপনার সাথে কথা বলি।
Wapkiz Footer Ads Hide Code Features
- Html5
- Pure Css
- No Javscript
- We use Wapkiz tag code
- Fast Loading
- No enscripted Code
- No Hidden Code
ডেমো ফিচার সব তো দেখে নিলেন! কিন্তু, ডাউনলোড লিংক কই? আছে ভাই আছে। এবার চলে ডাউনলোড করে নেওয়া যাক।
Download Wapkiz Footer Ads Hide Code v2.0
Download Wapkiz Footer Ads Remove Code
কোডটি তো ডাউনলোড করলেনই কিন্তু যদি জানেনই না কোডটি কিভাবে সেটা-আপ করবেন তাহলে আর লাভ কী হলে!! তাই না? তো চলেন সেটিও জেনে নেই।
কিভাবে ওয়াপকিজ সাইটের ফুটার এডস হাইড করবেন?
স্টেপ-১ঃ

প্রথমে আপনি আপনার ওয়াপকিজ সাইটে লগিন করুন। এরপর যে সাইটে ফুটার এডস হাইড করবেন সেই সাইটের Panel Mode এ যান।
স্টেপ-২ঃ

এবার Extra তে চলে যান এবং Footer এর পাশে যে Edit বাটনটা আছে সেখানে ক্লিক করুন।
স্টেপ-৩ঃ

এখন ড্রপডাউন মেনু থাকে Html/ Tag Code সিকেক্ট করে Go করুন।
স্টেপ-৪ঃ

সবশেষে, ডাউনলোড করা কোডটি কপি করে Textbox এ পেস্ট করে দিন এবং Position অবশ্যই সবার শেষেরটা সিকেক্ট করে Save করে দিবেন।
স্টেপ-৫ঃ এবার সাইটে ভিজিট করে ম্যাজিক দেখুন। দেখবেন ফুটার এডস উধাও হয়ে গেছে।
সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দিলাম। আশা করছি আপনার কোন সমস্যা হবে না ওয়াপকিজের ফুটার এডস হাইড করতে তবুও যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট করুন। এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন।
vai amar button phone ami download korte parcina!
ইনবক্সে দিয়ে দিয়েছি। কোড কপি করে নিয়ে ব্যবহার করুন।
ভাই আমি জাভা ইউজার কোড ডাউনলোড করতে পারতেছি না ।
Check your inbox
Direct Link Plz
Okay Bro
Download korte parci na code din
ইনবক্স চেক করুন