WapkizWeb Design Tutorial

Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-4]

আশা করছি ভালো আসেন। আজকের এই পবে আমারা Home Page এর ডিজাইন করব। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যদি Wapkiz এ সাইট বানানোর সময় Wapkiz এর ফুটার এর এড গুলার জন্য বিরক্ত হন অথবা আপনি যদি না চান আপনার সাইটের ফুটারে অন্য কোনো এড থাকুক তাহলে এই টিউনটি পড়তে পারেন!!

Hide Wapkiz Footer Ads 100% Working 2020 Method

আর যারা আগের টিউন গুলোন পড়েননি তারা পড়ে নিন-

  1. Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-1]
  2. Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-2]
  3. Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-3]

তো চলেন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ওয়াপকিজ এ লগিন করে যে সাইটট ডিজাইন করতেছিলেন সেই সাইটের Panel Mode এ যান। এরপর ড্রপডাউন মেনু থেকে Html/ Tag Code সিলেক্ট করে এড এভক্লিক করুন। এরপর যে নতুন একটা পেজ আসবে সেখানে আপনি কোড দেওয়ার জন্য একটা বক্স দেখতে পারবেন।

Wapkiz Add Html/Tag Code

এবার ওই বক্সে নিচের দেওয়া কোড গুলোন বসাতে হবে। কোড ইডিট করাত কোন প্রয়োজন নে। কেননা আমি কোড গুলোন এমনভাবে দিয়েছি যাতে এডিট করা না লাগে।

Wapkiz Homepage Code 1

<div class="menuc2">
<div class="menu2">Last Update</div>
</div>
[fm]lu=1,o=u,l=10,s=:to-page:,no=no file||
<div class="file2">
<img src="%urlthumb%" class="imge"/>
%icon% <a href="site-download.html?to-id=%id%&to-name=%name%"/><b>%name%</b></a>
<br/>
<font color="gray">
<i class="fa fa-tag"></i> Size: %size%<br/>
<i class="fa fa-clock-o"></i> %time_upl=--% ago
</font>
</div>[/fm]

এই কোডটি হলো ফাইল লিস্ট কোড। অর্থাৎ আপলোড করা ফাইল গুলোন শো করবে।

Wapkiz Homepage Code 2

<div class="pagc">
<div class="pag">
:page:c=[fm]l=1,no=0||%id%[/fm],l=10,s=:to-page:,no=::<pg>%prev=Previous%</pg> <pg>%next=Next%:/page:</pg>
</div>
</div>

এটি হলো Pagination কোড। কোডটি ইডিট করার চেস্টা ভুলেও করবেন না।

Wapkiz Homepage Code 3

<div class="catbb">
<div class="catt">Category</div>
<div align="left" class="catd">
[fm_folder]||<div class="catb"><a href="/site-file.html?to-dir=%id%&to-cat=%name%">%name%</a><div class="catc">%count%</div></div>[/fm_folder]
</div>
</div>

এটি হলো Category লিস্টের কোড। আপনি যদি ফাইল কাউন্ট শো করাতে না চান তবে <div class=”catc”>%count%</div> এই কোডটি মুছে দিবেন। ব্যস কাজ শেষ। আপনার সাইটের হোমপেইজ কম্পলিট।

লক্ষ্য করুনঃ কোড গুলোন বসানোর সময় Position ঠিক রাখবেন। অর্থাৎ Position At the end বা সব কোডের শেষে বসাবেন।

আশা করছি আর কোথাও কোন সমস্যা হবে না যদি হয় তবে কমেন্ট করুন। আর কোথাও কোন ভুল হয় তবে ক্ষমা করে দিবেন। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.