
W3Schools Offline Version ডাউনলোড করে নিন মাত্র 32 MB
স্বাগতম আপনাকে উইকিবিএনের নতুন এটি পোস্টে। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি W3Schools Offline Version যার সাইজ মাত্র 32 MB।
আপনি হয়তো জানেনই যে W3Schools প্রোগ্রামিং শেখার জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইট। যেখানে Html থেকে শুরু করে Php, Phython ইত্যাদি পর্যন্ত শেখা শেখা যায় একদম বিনামূল্যে। মূলত এই ওয়েবসাইটি বিগেনারদের জন্য। এই ওয়েবসাইটে যে টিউটোরিয়ালগুলো রয়েছে –
- Xml
- Html
- Css
- Javascript
- Jquery
- Bootstrap
- Php
- SQL
- Java
- Python
শুধুমাত্র এসবের টিউটোরিয়ালই নেই এর পাশাপাশি Example, Exercise ও রয়েছে যা আপনার প্রোগ্রামিং শেখা আরো সহজ করে দিবে। প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই টিউনটি পড়ুন – প্রোগ্রাম কী? প্রোগ্রামিং কী? প্রোগ্রামার কে? প্রোগ্রামিং ভাষা!! কেন ও কিভাবে প্রোগ্রামিং শিখব? [মেগা টিউন]
কিন্তু, W3Schools থেকে শিখতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। তবে, যদি আমরা W3Schools এর অফ্লাইন ভার্সন ডাউনলোড করে নেই তাহলে ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা W3Schools এক্সেস করতে পারব।
Download W3Schools Offline Version
যেভাবে W3Schools অফলাইনে ব্যবহার করবেন
স্টেপ-১ঃ প্রথমে উপরে দেওয়া লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।
স্টেপ-২ঃ rar ফাইলটি Extract করে নিন।
স্টেপ-৩ঃ ফাইলটি Extract করার পর ফাইলটি ওপেন করুন এবং index.html এ ক্লিক করুন। (কম্পিউটারে ফাইলটি অটোমেটটিকভাবে ব্রাউজারে ওপেন হবে এবং মোবাইল ইউজার হলে ফাইলটি Google Chrome ব্রাউজার দিয়ে ওপেন করে নিবেন।)
এভাবে খুব সহজেই W3Schools কোন ইন্টারনেট সংযোগ ছাড়া অফলাইনে ব্যবহার করতে পারবেন।
এই ছিল আজকের পোস্ট। আশা করছি পোস্টটি আপনার ভালো লেগেছে। পোস্টটি কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন।