
Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-2/Meta Tag}
আসসালামু ওয়ালাইকুম। Wapkiz এ Trickbd এর মতোন ফোরাম সাইট বানানোর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। সময় সল্পতার কারণে পোস্ট লেখার তেমন সময় পাই না।
আজকে আমরা তেমন বেশি একটা কাজ করব না। কারণ আমি পরবর্তী টিউনটি রেডি করতেছি কারণ পরবর্তী পর্বে আমরা একটু বেশি কাজ করব। সেই পর্বে আমরা হেডার এবং ফুটারের ডিজাইন করব।
এই পর্বটি ছোট হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে, এটি কিন্তু অত্যন্ত গুরত্বপূর্ণ কাজ কারণ এই পর্বে আমরা Head এ একটি কোড বসাব যেটির উপর নির্ভর করবে সমূর্ণ সাইটের ডিজাইন। আর একটি কথা, যারা এখনো আমাদের YOUTUBE CHANNEL টিকে SUBSCRIBE করেননি তারা সাবক্রাইব করবেন। আর, আগের পর্ব যদি না দেখে থাকেন তবে দেখে নিন –
- [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Proof Part}
- [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-1/Settings Change}
Meta Header Tag code for wapkiz
প্রথমে আপনি আপনার Wapkiz Account এ লগিন করে Meta Header এ ক্লিক করুন তারপর যে বক্স পাবেন সেখানে নিচের দেওয়া কোডটি পেস্ট করে সেভ করে দিন।
<!-- Ih Design Script Install (Don't try to edit) --> <script src="https://fast.wapkizcdn.xyz/js/techlover.wapkiz.mobi/5.js"></script> [favico]https://trickbd.com/wp-content/themes/trickbd/images/fav.ico[/favico]
এবার দেখুন আপনার সাইটের কিছুটা পরিবর্তন হয়েছে। যদিও উইকিবিএনের একটা ক্রেডিট থাকবে তবে চিন্তা করবেন না লাস্ট পর্বে মেইন Css কোড পেয়ে যাবেন। আর, Wapkiz এ ফোরাম সাইট ছাড়াও ডাউনলোড সাইট বানানোর টিউটোরিয়াল –
- Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-1]
- Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-2]
বাকী টিউনগুলো ওয়াপকিজ ক্যাটেগরিতে পেয়ে যাবেন।
Video
এই পর্বের টিউনটি আরো ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখতে পারেন।
আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট + শেয়ার করবেন। আর যে কোন সমস্যায় আমাদেরকে ফেসবুকে মেসেজ দিন [Message us on facebook]। আর আমাদের ইউটিব চ্যানেল এ Subscribe করতে ভুলবেন না কিন্তু [Subscribe us on Youtube]
#Note: লেখকের অনুমতি ছাড়া পোস্ট অন্যত্র প্রকাশ করা সমূর্ণ বেআইনী।
ki porer part koty
Aj rate published korbw bro…. Plz wait
Oie miya ki code den akta code o thik nie
Video ta daken
<!– Ih Design Script Install (Don't try to edit) –>
<script src="https://drive.google.com/uc?export=view&id=1QJSmTto2t6o6C5DwP-DU49zIIssgqBmg"></script>
[favico]https://trickbd.com/wp-content/themes/trickbd/images/fav.ico
???
Design with powred by wikibn eta chenge korbo kibabe oi jaygay amar name dite chai
Kichu diner modde ata niye tune publish kora hobe !! Satei takun