Status

শেষ রমজান নিয়ে স্ট্যাটাস

শেষ রমজান নিয়ে স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আমদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আমি আপনাদের জন্য শেষ রমজান নিয়ে অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস শেয়ার করব। যা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য ব্যবহার করতে পারবেন।

রমজান অনেক ফজিলত পূর্ণ মাস। প্রতি বছর আমাদের মাঝে এই মাসটি ফিরে আসে আবার চলে যায়। নিজেকে আত্মশুদ্ধি ও আল্লাহ কাছে তওবা করার অত্যন্ত উপযুক্ত মাস এটি। এ মাসে আমাদের উচিত বেশী বেশী ইবাদত করা এবং নিজের গোনাহ সমূহকে মাফ করে নেওয়া।

অন্য সকল মাসগুলোর মতোন এ মাসটিও চলে যাবে। শেষ রমজান নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়। এমনি কিছু স্ট্যাটাস আপনার এখানে পাবেন। তাহলে চলুন আর বিলম্ব না করে এ সংক্রান্ত স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

শেষ রমজান নিয়ে স্ট্যাটাস

নিম্নে আপনাদের জন্য তালিকা আকারে শেষ রমজান নিয়ে স্ট্যাটাসগুলো শেয়ার করা হলো। স্ট্যাটাসগুলো দেখুন আশা করছি স্ট্যাটাসগুলি আপনার ভালো লাগবে। যে স্ট্যাটাসটি আপনার ভালো লাগবে সেটিকে কপি করে নিয়ে ব্যবহার করুন।

  • আজ শেষ রমজান, কি করে দেব আমি তার প্রতিদান। ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত। কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
  • আরো একটি রমজান মাস আমাদের জীবন থেকে চলে গেল। আল্লাহ আমাদের রোজা ও ইবাদতগুলো যেন কবুল করে। – আমীন
  • রমজানের মতোন একটি মাস চলে যাচ্ছে, জানিনা আবারো কি এই মাসকে পাবো কি না!! আল্লাহ তায়ালা যেন আমাদেরকে ক্ষমা করে।
  • ফজরের নামাজ বিহীন, একটি সকাল কখনোই শুভ হতে পারে না।
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। – আল হাদিস।
  • সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। – আল হাদিস।
  • 🕌💜 রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে 🕌💜 – আল হাদিস
  • রমজানের এই রোজার শেষে আসবে খুশির ঈদ। আর ঈদ তাদের জন্য আরো অনেক আনন্দের যারা রমজানের এই সময়টিকে কাজে লাগাতে পেরেছে।
  • তিনিই জ্ঞানবান যার মন তাকে সকল বেইজ্জতি থেকে নিয়ন্ত্রিত রাখে। – ইমাম শাফিঈ
  • এই রমজান মাসে আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয়করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম হবে।
  • যদি রাখো রোজা, মন হবে তাজা। যদি পড় নামাজ, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।
  • জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে!!
  • একটি মশার ভয়ে যদি অপনি মাশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না??
  • বাকা চাদ, শুভ দিন, রমজানের বাকি আর একদিন, সবাই মিলে শপথ নিন, রোজা রাখবেন ৩০ দিন, নামায পরবেন, প্রতিদিন, সবাই বলুন, আমিন।
  • 🕌💜 রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে 🕌💜 – আল হাদিস
  • ধংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। – আল কোরআন
  • আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
  • আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবো।
  • মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।
  • দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
  • যে ব্যাক্তি আজান শুনে নামাজ পড়বে না কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেয়া হবে।
  • আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
  • সব সময় হাঁসি মুখে কথা বলি। কারণ এটাই হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ।
  • তোমরা মেয়েদের গালি দিও না । কারন, আমিও একজন মেয়ের পিতা। – হযরত মুহাম্মাদ (সাঃ)
  • অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারী কে পছন্দ করেন না।
  • যে ব্যাক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ন রাখেন না।
  • এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুই দুই হাত কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
  • 😍🕋 রমজান মাসে কেউ যদি তুলে দুটি হাত রবের দয়ায় পায় সে গুনা’র নাযাত। 😍🕋– রমজান মোবারক💝🎉
  • 😍🕋 আপনার রব কখনোই তার বান্দার উপর জুলুম করে না 😍🕋– রমজান মোবারক
  • 🏝🌹 জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই , কোরানে সব আছে কিন্তু মিথ্যা নেই 🏝

উপসংহার

আশা করছি আর্টিকেলে থাকা শেষ রমজান নিয়ে স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। পরিশেষে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.