
MBps vs Mbps | MBps ও Mbps এর মধ্যে পার্থক্য কী?
MBps vs Mbps || MBps ও Mbps এর মধ্যে যদি আমি আপনাদেরকে পার্থক্য খুঁজতে বলি তাহলে অনেকেই বলবে MBps এর B বড় হাতের অক্ষর এবং Mbps এ b Small ছোট হাতের অক্ষর!! কিন্তু, আসলে কী এই দুইটির মধ্যে শুধু এতটুক পার্থক্য? কখনো কী ভেবে দেখেছেন এই দুইটির মধ্যে কী পার্থক্য থাকতে পারে?
যদি না ভাবে থাকেন এবং জানেন এই দুইটির মধ্যে প্রকৃত পার্থক্য কী তাহলে আজকের এই টিউনটি আপনার জন্য। কেননা, আজকের এই টিউনে আমরা MBps ও Mbps এর মধ্যে প্রকৃত পার্থক্য জানতে চলেছি।
তবে, তার আগে আমাদের জেনে নিতে হবে,
Bps ও bps কী?
Bps = Byte per secon (বাইট পার সেকেন্ড)
bps = bit per second (বিট পার সেকেন্ড)
বাইট পার সেকেন্ড (Bps) এবং বিট পার সেকেন্ড (bps) ডাটা রেট ইউনিটের খুবই সাধারণ দুটি একক।
বিট = 0 অথবা 1 যেকোনো একটি সিগন্যাল (কম্পিউটারের ভাষা) কে বোঝায়।
বাইট = আটটি বিটের একত্রিত গোষ্ঠী। অর্থাৎ, [0, 1, 1, 0, 1, 0, 1, 1]
এখানে প্রতিটি 0 বা 1 হলো বিট কিন্তু বন্ধনীর মধ্যে থাকা আটটি বিট নিয়ে একটা বাইট তৈরি হয়েছে।
অতএব, আমরা বলতে পারি, বাইট (B) = 8 বিট (b)।
সুতরাং, 1 MBps = 8 Mbps
ডেটার সংযোগের গতি এমবিপিএস(mbps) এ পরিমাপ করা হয়
MBps vs Mbps
MBps = Megabytes Per Second (মেগাবাইটস পার সেকেন্ড)
Mbps = Megabits Per Second (মেগাবিটস পার সেকেন্ড)
অনলাইনে আয় করতে চান? তাহলে অবশ্যই পড়ুন – অনলাইনে আয় করার ৫ টি উপায়
সাধারণত মেগাবাইট পার সেকেন্ড আর মেগাবিট পার সেকেন্ড দুটিই ডাটা ট্রান্সফার রেট মাপার জন্য ব্যবহৃত হয়।
আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) যদি বলে, তারা আপনাকে 6 Mbps সংযোগ দিচ্ছেন, তাহলে কখনোই এটিকে 6 MBps ভাববেন না। আপনি যদি বাইটে হিসাব করতে পছন্দ করেন, তাহলে সেটা হবে (6/8) = 0.75 MBps বা 768 kBps.
এর মানে, 1 MBps সংযোগ পেতে 8 Mbps সংযোগ দরকার। যেমনটা আমি, Bps ও bps এ বললাম।
1 Mbps = 128 KBps (Max)
এটা হচ্ছে ডাউনলোড স্পিড।
আপনি যদি 8 Mbps এর লাইন চালান তাহলে আপনার ডাউনলোড স্পিড 1 MBps.
রাউটার কেনার সময় লেখা থাকে 300 Mbps, মানে সেটা (300/8) = 37.5 MBps সর্বোচ্চ গতি প্রদানে সক্ষম (তত্ত্বীয়ভাবে)।
আশা করছি MBps vs Mbps এর মধ্যকার পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের আরো অনেক টিউন পেতে আমাদের সাথেই থাকুন।