SoftwareWindows Computer

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার Free Download

Internet Download Manager Free Download

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফাইল ডাউনলোড করার জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার Free Download Manager নয়। এটি টাকা নিয়ে কিনতে হয়। কিন্তু, আজকের এই টিউনে আমি আপনাদের সাথে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফ্রিতে শেয়ার করব। এজন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। আপনি যদি এটি ফ্রিতে ডাউনলোড করতে চান কোন প্রকার টাকা খরচ করা ছাড়া তাহলে সম্পূর্ণ টিউনটি মনযোগ দিয়ে পড়ুন।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কী?

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফাইল ডাউনলোড করার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ডাউনলোড ম্যানেজার। এটি একটি প্রিমিয়াম সফটওয়্যার। যেটি ব্যবহার করার জন্য আপনাকে টাকা পে করে লাইসেন্স কি নিয়ে একটিভ করতে হয়।

আরো পড়ুনঃ

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কাজ

এক কথায় এই সফটওয়্যারটির কাজ হলো আপনাকে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করতে আপনাকে সহয়তা করা।

মানে ধরুন আপনি ২ জিবির একটি ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন। এত বড় একটি সাইজের ফাইল যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন তখন হয়তো ইন্টারনেট সমস্যার কারণে বা লোডশেডিং হওয়ার করণে ডাউনলোড করা ফাইলটি ক্যান্সেল হয়ে যাবে ফলে আপনাকে আবার নতুন করে ডাউনলোড শুরু করতে হবে।

উইন্ডোজ আপারেটিং সিস্টেম একটি করে নিন মাত্র দুই মিনিটে। কোন প্রকার সফটওয়্যার ছাড়া। বিস্তারিত – Active Windows 10 free by CMD in 2 Minutes

তবে, আপনি যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে সেই বড় সাইজের ফাইলটি ডাউনলোড করেন তাহলে আপনাকে এই সমস্যার মুখোমুখী হতে হবে না। কোন কারণে যদি ফাইল ডাউনলোড আটকে যায় তখন যতটুকু ফাইল ডাউনলোড করেছে ততটুকু ডাউনলোড হয়ে থাকবে। তাই নতুন করে আবার ডাউনলোড শুরু হবে না। আটকে যাওয়ার স্থান থেকে ফাইল ডাউনলোড শুরু হবে। তাছাড়া আপনি চাইলে যেকোন সময়ে ফাইল ডাউনলোড আটকে রাখতেও পারবেন।

এই সুবিধা ছাডাও আপনি ইউটিউব, ফেসবুক ইত্যাদি সাইটের ভিডিও এই সফটওয়্যার ব্যবহার করে অনায়েসে ডাউনলোড করে নিতে পারবেন।

কিভাবে ফ্রিতে ডাউনলোড করব?

নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি অনায়েসে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এজন্য আপনাকে কোন প্রকার পে করতে হবে না এবং লাইফটাইম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করুন

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করুন।

Click Here to Download

কিভাবে ডাউনলোড করবেন?

আপনার যদি ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হয় তাহলে এই স্টেপগুলো ফলো করে ডাউনলোড করে নিতে পারেন।

  1. প্রথমে ডাউনলোড বাটনে ক্লিক করুন
  2. এবার লিংক ইনস্ক্রিপ্ট হওয়া পর্যন্ত কিছু সময় অপেক্ষা করুন (কোন প্রকার পপ আপ হলে সেগুলো এড়িয়ে চলুন)।
  3. লিংক ইনস্ক্রিপ্ট হওয়া সম্পন্ন হলে, Click here to get link নামক একটা বাটন পাবেন। সেখানে ক্লিক করুন।
  4. এখন ১৫ সেকেন্ড অপেক্ষা করুন।
  5. ১৫ সেকেন্ড কাউন্ট ডাউন কমপ্লিট হলে, Go to Link নামক বাটনে ক্লিক করুন।
  6. এবার আপনাকে সরাসরি মেগা তে নিয়ে যাবে। মেগা থাকে ফাইলটি ডাউনলোড করে নিন।

যদি আপনার ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হয় অথবা ডায়রেক্ট ডাউনলোড লিংকের প্রয়োজন হবে তবে কমেন্ট করুন। আপনাকে ইনবক্সের মাধ্যমে সরাসরি ডাউনলোড লিংক দেওয়া হবে। (কমেন্টে আপনি আপনার ই-মেইল দেওয়ার থেকে বিরত থাকুন। উইকিবিএনের নিজস্ব মেসেজিং সিস্টেম আছে।)

ফিশিং সাইট বানিয়ে হ্যাক করুন ফেসবুক আইডিঃ ব্লগারে তৈরি করুন ফেসবুক ফিশিং সাইট [টেমপ্লেট + ফুল সেটআপ]

কিভাবে ইনস্ট্যাল করে একটিভ করবেন?

ডাউনলোড তো করে ফেললেন এখন তো ইনস্ট্যাল করে সফটওয়্যারটিকে একটিভ করে নিতে হবে তাই না? সেক্ষেত্রে, সমস্যা হলে এই স্টেপগুলোন ফলো করুন।

  1. প্রথমে ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করে নিন।
  2. এক্সট্রাক্ট করার পর আপনি ফোল্ডারে দুইটি ফাইল দেখতে পারবেন। একটি idman635build17f.exe অপরটি Patch.exe
  3. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিন।
  4. idman635build17f.exe তে ডাবল ক্লিক করে সবকিছু ঠিকঠাক মতো দিয়ে ইনস্ট্যাল করে নিন। ইনস্ট্যাল করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করবেন না। যদি ওপেন হয়ে যায় তবে, ক্লোজ করে দিবেন।
  5. এবার, Patch.exe তে ডাবল ক্লিক করে এটিকে ওপেন করে নিন। ওপেন করা হয়ে গেল Patch বাটনে ক্লিক করুন। প্যাচ (Patch) করা সফল হলে এটিকেও বন্ধ করে দিন।
  6. এবার Start Menu থেকে Internet Download Manager ওপেন করে দেখুন সফটওয়্যারটি একটিভ হয়েছে কি না।

এভাবে খুব সহজেই সফটওয়্যারটিকে ইনস্ট্যাল করে একটিভ করে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সিরিয়াল নাম্বার

এই টিউনে আমি যে সফটওয়্যারটি দিলাম সেটি একটি করার জন্য আপনার কোন প্রকার সিরিয়াল নাম্বারের প্রয়োজন পড়বে। কেননা, এটি একটি ক্রাক সফটওয়্যার। তবে, নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। কোন সমস্যা হবে না। আর এই সফটওয়্যারের জন্য কিছু সিরিয়াল নাম্বার –

  • F9TZ9-P6IGF-SME74-2WP21
  • FJIS83IFI-DFOD939E-DFIDEIFK-DFJKDIW
  • 629U7-XLT5H-6SCGJ-2CENZ

শেষ কথা

এখন ফ্রিতে সফটওয়ারটি ব্যবহার করা শুরু করে দিন। টিউনটি নিয়ে আপনি আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আর, সম্ভব হলে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও সফটওয়্যারটি বিনামূল্যে উপভোগ করতে পারে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.