Education

৫১টি নতুন দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ

ধাঁধা অনেক মজার একটি জিনিস। কিছু সময় মজার সাথে পার করার জন্য বন্ধু-বান্ধব্দের ধাঁধা ধরা যেতে পারে। এই আর্টিকেলটিতে আমি কিছু দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ আপনাদের সাথে শেয়ার করব।

দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ এই ধাঁধাগুলো আপনার বন্ধু-বান্ধব্দেরকে ধরে তাদের সাথে অনেক মজা করতে পারবেন। এছাড়াও বাচ্চাদেরকে ধাঁধাগুলোও ধরতে পারেন। আবার অবসর সময়ে ধাঁধাগুলো পড়ে সুন্দর একটি সময় পার করতে পারেন। তাহলে চলুন দেরী না করে আমাদের আর্টিকেলটিতে থাকা সকল দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ দেখে নেওয়া যাক।

দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ

নিম্নে আপনার জন্য ধাঁধাগুলো দিয়ে দিলাম। আশা করছি এসকল ধাঁধা আপনার অনেক ভালো লাগবে।

প্রশ্নঃ দিন রাত চলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়, যায় চলে বছর।
উত্তরঃ ঘড়ি

প্রশ্নঃ দাঁত থাকলেও খেতে পারে না কে?
উত্তরঃ চিরুনী

প্রশ্নঃ একটি খালি ঝুড়িতে কয়টি ডিম রাখা যাবে?
উত্তরঃ এক ঝুড়ি

প্রশ্নঃ ৩০ থেকে কয়বার ৬ নেয়া যায়?
উত্তরঃ ৫ বার

প্রশ্নঃ ১ থেকে ১০০ এর মাঝে কয়বার ৯ আছে?
উত্তরঃ এক বার

প্রশ্নঃ গোলাকার ম্যানহোলের ঢাকনা চারকোনা ঢাকনার চেয়ে বেশি উপযোগী কেন?
উত্তরঃ গোলাকার ঢাকনা কখনোই চারকোনাগুলোর মতো ম্যানহোলের ভিতরে পরবে না।

প্রশ্নঃ মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অংগটি স্বাভাবিক অবস্থা থেকে ১০ গুন বেড়ে যায়?
উত্তরঃ চোখের মনি

প্রশ্নঃ লাল গাভী বন খায় জল খেয়ে মারা যায়।
উত্তরঃ আগুন

প্রশ্নঃ আমি কালো যখন আপনি আমাকে ক্রয় করেন। আমি লাল যখন আপনি আমাকে ব্যবহার করেন এবং আমায় দিয়ে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন আমি সাদা। আমি কী?
উত্তরঃ কয়লা

প্রশ্নঃ কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে?
উত্তরঃ গম

প্রশ্নঃ কান নাই মাথা নাই পেট ভরে খায় কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায়।
উত্তরঃ বালিশ

প্রশ্নঃ এটি জীবিত নয়, তবে এটির বৃদ্ধি হয়। এটির কলিজা বা ফুসফুস নেই, কিন্তু এটির বাতাস দরকার। এটির কোন মুখ নেই। কিন্তু পানি এর ঘাতক। কী এটি?
উত্তরঃ আগুন

প্রশ্নঃ এমন একটি ইংরেজি শব্দ বলুন যার পরপর তিনটি অক্ষর দ্বিগুণ??
উত্তরঃ Bookkeeping

প্রশ্নঃ পারলে বলেনত দেখি – বন থেকে বাহির হয় ওঝা পাছায় লাঠি মাথায় বোঝা। এইটা কি?
উত্তরঃ আনারস

প্রশ্নঃ কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি?
উত্তরঃ জমির আইল

প্রশ্নঃ এক গাছে তিন তরকারী বলতে পারে কোন বেপারী। এইটা কি?
উত্তরঃ কলাগাছ

প্রশ্নঃ কোন জিনিস কঠিন, হাত দিয়ে ধরা যায়, কিন্তু পরিষ্কার দিনের আলোতেও চোখে দেখা যায় না?
উত্তরঃ নিজের চেহারা

প্রশ্নঃ জল নয়, বৃষ্টি ও নয় কিন্তু ভিজে সারা, বাড়ীঘর ডুবল-ডুবল পাহাড়েরও চূড়া। এইটা কি?
উত্তরঃ কুয়াশা

প্রশ্নঃ বিশাল তেলেসমতি, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়। এইটা কি?
উত্তরঃ পুকুর

প্রশ্নঃ বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে?
উত্তরঃ পায়খানা

প্রশ্নঃ কোন গাছে কাটে না?
উত্তরঃ কলুর ঘানিগাছ

প্রশ্নঃ কোন গাছের পাখা নেই?
উত্তরঃ কাঁকড়া

প্রশ্নঃ কোন চায়ে ভীষন জাল?
উত্তরঃ মরিচা

প্রশ্নঃ কোন খালে জল আসে না?
উত্তরঃ খাটালে

প্রশ্নঃ কোন সাগরে জল নেই?
উত্তরঃ বিদ্যাসাগর

প্রশ্নঃ কোন জল চোখে দেয়?
উত্তরঃ কাজল

প্রশ্নঃ কোন গ্রামে রক্ত ঝরে?
উত্তরঃ সংগ্রাম

প্রশ্নঃ কোন কারে গান বাজে?
উত্তরঃ স্পিকার

প্রশ্নঃ বলুন তো কোন সে ফল মানব সংসারে বোটা কেটে দিলে তবে দিনে দিনে বাড়ে।
উত্তরঃ মানুষ

প্রশ্নঃ চরণ তো নেই, তবু চলে বহুদুর সুপন্ডিত নয়, পেটে বিদ্যা ভরপুর। মুখ নেই তবু বলে হরেক বচন এ কথার মর্ম বোঝে সুপন্ডিতগণ।
উত্তরঃ চিঠি

আপনি ইতিমধ্যে ৩০টি দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ দেখে ফেলেছেন। আপনার জন্য আরো কিছু ধাঁধা নিম্নের তালিকায় দিয়ে দিলাম।

  • বিশ্বজোড়া খ্যাতি তাহার গড়ে প্রতিষ্ঠান নাচে-গানে অভিনয়ে, দক্ষ সে একজন। উত্তরঃ বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর
  • আমার উচ্ছিষ্ট খায় সে আমারটা সে বলুন তো আমারা কারা? উত্তরঃ গাছ ও মানুষ
  • কালো হরিণ থাকে কালো পাহাড়ে দশ জনে ধরে আনে দুইজনে মারে। উত্তরঃ উকুন
  • হাত আছে পা নাই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা। উত্তরঃ জামা
  • সাগরে জন্ম, আমরা থাকি সবার ঘরে পানির পরশ পেলে যাই তবে মরে। উত্তরঃ লবণ
  • দুই অক্ষরে নাম আমার, পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি। উত্তরঃ কাক
  • দিন করি শতেক বিয়ে কাবিন নাহি হয় ছেলে মেয়ের মালিক আমি কোন কালে নয়। উত্তরঃ কাজী
  • যেখানেতে জন্ম সেখানে নয় বাস। ভ্রমনেতে আসলে পরে ঘটায় সর্বনাস। এইটা কি? উত্তরঃ বাতাস
  • গাছে নাই, পাতায় নাই ফুলে আছে, ফলে আছে। উত্তরঃ ল বর্ণ
  • নয়া জামাই গোসল করে, টুপি থাকে মাথার পরে। একশ কলস পানি দাও তবু শুকনা তার গাও। উত্তরঃ কচু গাছ
  • ৫ জন লোক পুকুরে নেমে গোসল করছে কিন্তু তাদের চুল ভিজছে না এর কারন কি? উত্তরঃ কারন তারা সবাই তেলতেলে টাকলু।
  • রোহি রোহিত দর্প গভীর পুস্করে। একাঙ্গুল জলে পুঁটি ছটফট করে। উত্তরঃ ভাত
  • বকবক করে বেশি, ভারী হলে খুব খুশি চুপচাপ পড়ে থাকে লোকে তাকে কাঁখে রাখে। উত্তরঃ মাটির কলসী
  • হাজার গেলেও নেই দুখ একজনেই বাড়ায় সুখ। উত্তরঃ চাঁদ
  • চারপাশে লেপামোছা মধ্যিখানে আসন পাকা ওটার জন্যেই টিকে থাকা। উত্তরঃ টিকি
  • সব কিছুতে তড়বড় করে শুধু ফরফর ওড়ে, তবু পাখি নয় বলো দেখি কি হয়? উত্তরঃ আরশোলা
  • মাঠের ধারে নদীর পারে ভন্ড সাধু জপটা সারে মীন শিশুরা দেখতে গেলে এক পালকে গিলে ফ্যালে। উত্তরঃ বক
  • নেইকো চাকা চলছে গাড়ি সঙ্গে চলে লোকটা সামনে গেলেই বন্ধ দুয়ার নেই আলাপের ঝোঁকটা। উত্তরঃ শামুক
  • পা যদি যায় পিঠে দেবে ইংরেজের ও সেপাই পেটটা গেলে ইংরেজিতে ওর কাছে ঠেলা পাই। উত্তরঃ পুলিশ
  • আগুন নেই পড়ছে গা ফোস্কা নেই নেইকো ঘা বলতে পারো মোর দশা। উত্তরঃ জ্বর
  • গাছ নেই পাতা আছে খনি ছাড়া মণি আকাশ ছাড়াই তারা ফোটে কোথা শুনি। উত্তরঃ চোখ

উপসংহার

আশা করছি আপনার দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.