
যেকোন ব্লগার সাইটের টেমপ্লেটের নাম দেখে নিন খুব সহজেই
আসসালামু ওয়ালাইকুম। আবারো হাজির হলাম গরম গরম একটা টিউন নিয়ে। এখনকার এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কিভাবে যে কোনো ব্লগার সাইটের টেমপ্লেটের নাম দেখে নিবেন। এটা খুব সহজ একটা পদ্ধতি। এর জন্য আপনাকে একটাকাও খরচ করতে হবে না। মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো ব্লগার সাইটের টেমপ্লেটের নাম দেখে নিতে পারবেন।
আরো পড়ুনঃ
- ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস | ব্লগিং এর জন্য কোনটি সেরা?
- ব্লগারে তৈরি করুন ফেসবুক ফিশিং সাইট [টেমপ্লেট + ফুল সেটআপ]
তো চলেন এবার কাজে নেমে পরি! প্রথমেই নিচের লিংকে গিয়ে app টি ডাউনলোড করে ইন্সটল দিয়ে ওপেন করুন।
App টি ওপেন করার পর নিচের Screenshot এর মতোন দেখতে পারবেন।

এবার যেখানে https://www.topper24.xyz লেখা আছে সেখানে আপনি সেই সাইটের লিংক দিন যে সাইটের টেমপ্লেটের নাম জানতে চাচ্ছেন।
নোটঃ যে ব্লগার সাইটের টেমপ্লেটের নাম দেখবেন সেই সাইটে গিয়ে ইউ.আর.এল টি কপি করে বসাবেন।
ওকে করার পর অনেক কোড দেখতে পারবেন। এবার হলো আসল কাজ। Scroll করে ধিরে ধিরে নিচে নামুন। এবার এই ধরনের কিছু একটা দেখতে পারবেন।
------------------------------------------------------------------
Template Name: Abc
Author: Xyz
Template Url: www.urlname.com
------------------------------------------------------------------
অর্থাৎ এমন-

দেখুন ওখানে Template এর নাম Author এর নাম সহ আরও অনেক তথ্য দেওয়া আসে। ব্যাস পেয়ে গেলেন আপনার কাংখিত সাইটের টেমপ্লেটের নাম।
ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন। নিত্য নতুন টিপস এবং ট্রিক পেতে প্রতিদিন অন্তত্য একবার করে সাইটে ভিজিট করবেন। আর, কথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব।
গুগল এড কিভাবে পেলেন
thank's bro!
You are most welcome
Good Post bro
Thanks
Link not working…
Ar Apner Post ar niche je reaction box ace setar code ta den…