BloggerSeo

Blogger Site SEO Tutorial in Bangla 2021 Part 1

আপনার ব্লগার সাইটিকে SEO এর জন্য উপযুক্ত করে নিন

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। আজকের এই টিউনে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আপনি আপনার ব্লগার সাইটকে SEO এর জন্য উপযুক্ত করবেন এবং এর পরবর্তী টিউনের আলোচনা করব যে, কীভাবে আপনি আপনার ব্লগার সাইটকে Google Search Console এ সাবমিট করবেন।

তবে, আপনাদের রেসপন্স ভালো পেলে ব্লগার সাইট SEO নিয়ে আরো কিছু পোস্ট পাবলিশ করব ইনশাল্লাহ। আর, এই টিউনটি একটি ভিডিও রিলেটেড পোস্ট। আপনাকে অবশ্যই ভিডিওটি দেখে দেখে কাজ করতে হবে। তো প্রথমেই ভিডিওটি দেখে নিন!!

Blogger site SEO Tutorial in Bangla Video

তো এবার চলেন Discussion এ আসা যাক। এক-এক করে আমাদেরকে এই কাজগুলোন করতে হবে। কোন স্টেপ মিস করা যাবে না। এসব গুলো সেট করতে Layout > Search Preference এ যান। খুব সতর্কতার সাথে কাজগুলোন করবেন। কেননা, এখানে কোন ভুল কোন প্রকার ভুল করলে আপনার ব্লগার সাইটটি Search engines দ্বারা ignored হবে।

Seo pack installation

আমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার ব্লগার সাইটে All in One SEO pack Install করে নিতে হবে। আপনার সাইটে যদি এটি ইতিমধ্যে ইন্সট্যাল করা থাকে তাহলে আর ইন্সট্যাল করা লাগবে না। SEO pack installation নিয়ে ইতিমধ্যে আমি টিউন করেছি। আপনি যদি এটা মিস করে থাকেন তাহলে দেখে নিন – All in One Seo Pack Code for Blogger 2020 With Discussion and Setup in BANGLA

Meta Description

আপনাকে অবশ্যই আপনার সাইটের জন্য ১২০-১৫০ ওয়ার্ডের ডিস্ক্রিপশন এড করতে হবে। Description টি এমন ভাবে লিখবেন যাতে যে কেউ এই Description পড়ে বুঝতে পারে আপনার সাইটিতে কি নিয়ে লেখা হয়। অযথা কোন কথা Description এ এড করবেন না। আর, বাংলায় Description না দিয়ে ইংরিজে Description দিলে ভালো হয়।

Robots.txt

আপনার ব্লগারে robots.txt enable করা না থাকলে এটি enable করে নিচের দেওয়া কোডটি এড করতে হবে এবং কোডটি থেকে আপার সাইটের নামের জায়গায় আপনার সাইটের নাম রিপ্লেস করে দিতে হবে। আর এই সাইট ম্যাপ কোডটি শুধু মাত্র ৫০০ টি পোস্টের জন্য। আপনার ব্লগার সাইটে যদি ৫০০ টির বেশি পোস্ট থাকে তাহলে max-results=500 পরিমান মতোন পরিবর্তন করে নিবেন।

User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: /atom.xml?redirect=false&start-index=1&max-results=500

Custom robots header tags

এটিও Disable করা থাকবে। এটি enable করে নিচের Screenshot এর মতোন করে custom ভাবে সেট করে নিয়ে সেভ করে দিন।

Custom Robots Header tags Blogger

লক্ষ্য করুনঃ সব কাজ ঠিক করে করার পর দেখুন আপনার Sitemap কোডটি এবং Custom robots header tags এ আমি যেগুলোন মার্ক করতে বলেসি সেগুলোন মার্ক করেছেন কী না। কেননা আবারো বলতেছি, এখানে কোন প্রকার ভুল করলে আপনার সাইটটি সার্চ ইঞ্জিন দ্বারা ignored হবে। তাই ভিডিওটি ভালো করে দেখে কাজ শুরু করুন। আর সমস্যায় পড়লে আমি তো আসি।

এসব কাজ করা হয়ে গেলে আপনি আপনার ব্লগার সাইটে একটা Sitemap Page এড করে নিন। এ জন্য এই টিটোরিয়ালটি ফলো করুন – সিম্পল Blogger Html Sitemap Page কোড

তো আজ এই পর্যন্তই। খুব শিঘ্রই হাজির হবো ব্লগার সাইট টিটোরিয়ালের দ্বিতীয় পর্ব । কোথাও কোন সমস্যা এবং পোস্টটি কেমন লাগল তা জানতে কমেন্টের মাধ্যমে জানতে কমেন্ট করুন। নিয়ে। এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.