
BDIX হোস্টিং কি? কিভাবে BDIX হোস্টিং কিনবেন
BDIX হোস্টিং!! এই হোস্টিং এর নামটা হয়তো অনেকের কাছে অজানা। এই হোস্টিং কিভাবে কাজ করে? কেন এবং কোন কোন ধরনের সাইটে BDIX হোস্টিং ব্যবহার করা উচিত তা হয়তো অনেকের আজানা। আবার অনেকেই জানেন BDIX হোস্ট সম্পর্কে। যদি আপনি না জানেন তাহলে আজকের এই টিউনটি হতে বিস্তারিত জানতে চলেছেন এই হোস্টের সম্পর্কে। আর যদি জানেনই তাহলেও টিউনটি সম্পূর্ণ পড়ুন। আপনার জানা কোন কমতি থাকলে জেনে নিতে পারবেন অথবা, টিউনটি লিখতে গিয়ে কোন ভুল হলে ধরিয়ে দিতে পারিবেন।
ডোমেইন এবং হোস্টিং কেনা কোন ওয়েবসাইট তৈরির প্রধান দুইটি উপকরণ। কারণ, এই দুইটি ছাড়া কোন ভাবে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়।
এই হোস্টিং ও ডোমেইনের মধ্যে কোনটি প্রধান উপকরণ বলে আপনার মনে হয়? আপনার উত্তর যদি হয় হোস্টিং তাহলে আপনি একদমই সঠিক বলেছেন। কেননা হোস্টিং ছাড়া ডোমেইন কোন ভ্যালু নেই। ডোমেইন ছাড়া আপনি আই.পি (IP) এড্রেসের মাধ্যমে আপনার কেনা হোস্টিংয়ের এক্সেস করতে পারবেন।
আরো পড়ুনঃ জেনে নিন জনপ্রিয় কিছু (TLD) টপ লেভেল ডোমেইন সম্পর্কে || .TK, .COM, .NET, .XYZ
তাই আপনার কেনা হোস্টিং যত ভালো হবে সাইটের স্পিড, পারফর্মেন্স ততই ভালো পাবেন। অনেকেই আছেন যারা সস্তা দামে হোস্টিং কিনে। কিন্তু সেটা কত ভালো পারফর্মেন্স দিবে সেটা তারা ভেবে দেখে না। যাই হোক টিউনের মূল বিষয় যেহেতু বিডিআইএক্স হোস্টিং তাই এই বিষয়ে ফোকাস করা যাক।
Table of Contents
BDIX হোস্টিং কি?
বিডিআইএক্স বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (ISP)। লোকাল ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধের জন্য প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে কানেক্টেড রয়েছে।
আর, এই নেটওয়ার্কের আওতাভুক্ত সার্ভারকেই BDIX Hosting বলা হয়।
টিউনের শুরুতে কত কথা বললাম আর, বিডিআইক্স হোস্টিং কি তা বলার সময় তিনটা লাইন বলে শেষ করে দিলাম। যে কথাগুলো বলালাম তা একটু গভীরভাবে চিন্তা করুন বুঝতে পারবেন।
এখন, আমাদের জেনে নেওয়া দরকার এই হোস্টিংয়ে সুবিধা আর কোন ধরনের ওয়েবসাইটের জন্য এই হোস্টিং বেছে নেওয়া উচিত হবে।
সুবিধা
BDIX হোস্টিং এর প্রধান যে সুবিধা তা হলো, এই সার্ভারে হোস্ট করা ওয়েবসাইট বাংলাদেশি ভিজিটর/ ব্যবহারকারীরা ২০০ গুণ দ্রুত গতিতে ভিজিট করতে পারবে। এর কারণ, বাংলাদেশ থেকে এই সার্ভারে হোস্ট করা কোন ওয়েবসাইটে ভিজিট করলে ইন্টারন্যাশনাল রাউটিং পার না হয়েই সরাসরি ভিজিট হবে।
ওয়েবসাইট তৈরি করতে চান? ওয়েবসাইট তৈরির আগে জানুন ওয়েবসাইট কি!! সে জন্য এই টিউনটি পড়ুন – ওয়েবসাইট (Website) কী? কত প্রকার? বিস্তারিত আলোচনা
এছাড়াও, ভিজিটরের যদি ইন্টারনেট স্পিড স্লো থাকে তবুও অনেক ফাস্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। আবার যদি বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধও থাকে, তাহলেও আপনার সাইট বন্ধ থাকবে না।
তো বুঝতেই পারছে এই হোস্টিংয়ে প্রধান সুবিধাটা কি। আবার অন্যদিকে এই হোস্টিং এর দামও তেমন খুব একটা বেশী নয়।
এখন কথা হচ্ছে কোন ধরনের ওয়েবসাইটের জন্য এই হোস্টিং কেনা উচিত!! চলেন সেটিও জেনে নেওয়া যাক।
কোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং?
এককথায় আপনার টার্গেট যদি বাংলাদেশি ভিজিটর হয় তবে আপনার উচিত হবে BDIX হোস্টিং বেচে নেওয়া। বাংলা নিউজ, ব্লগ, ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশি ভিজিটর বেসড যেকোন ওয়েবসাইট এই হোস্টিং ব্যবহার করে বানাতে পারবেন।
বর্তমানে অনেক বাংলাদেশী ওয়েবসাইট এই হোস্টিং ব্যবহার করে তৈরি করা হচ্ছে। তাই আমার পরামর্শ হবে, এই হোস্টিং ব্যবহার করার। এখন চলেন জেনে নেওয়া যাক কিভাবে BDIX হোস্টিং কিনবেন।
কিভাবে BDIX হোস্টিং কিনবেন?
বাংলাদেশের অনেক হোস্টিং কোম্পানি আছে যাদের থেকে আপনি বিডিআইএক্স হোস্টিং কিনতে পাবেন। তবে, আপনি চাইলে Codeforhost থেকে কিভাবে বিডিআইক্স হোস্টিং কিনতে পারেন। কারণ অন্যান্য হোস্টিং কম্পানির থেকে এখানে কমদামে কিনতে পারবেন। এছাড়াও ফ্রি .com ডোমেইন ও ডিসকাউন্টও পাবেন।
এই কোম্পানি থেকে যেভাবে হোস্টিং কিনবেন
স্টেপ-১ঃ কোডফরহোস্ট থেকে হোস্টিং কেনার জন্য প্রথমে এই লিংকে ভিজিট করুন।
স্টেপ-২ঃ এবার আপনি বিভিন্ন ধরনের হোস্টিং প্যাক দেখতে পারবেন। সেখান থেকে বিডিআইক্স সিলেক্ট করে অর্ডার করে ফেলুন। একবছরের জন্য কিনলে ফ্রি ডট কম ডোমেইন ফ্রি পাবেন।
আপনাদের জন্য কিছু কুপন
২৫% ডিসকাউন্ট কুপনঃ webmastering
এই ছিল আজকের টিউন। আশা করছি বুঝতে পেরেছেন BDIX হোস্টিং কি! আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান তবে এই হোস্টিং এর কথা ভেবে দেখবেন। আর, আমার মনে হয় বাংলাদেশি ভিজিটর যদি আপনার টার্গেট হয় তবে বিডিআইএক্স হোস্টিং ই আপনার বেছে নেওয়া উচিত।
Nice psot informative. Next time post about how to create safe link page tnx.
Thanks for your comment. We already share safelink template. Just download that and upload it on blogger. Post link – https://www.tunebn.com/safeplatinum-safelink-blogger-template-free-download-premium-version/
Akhane sudu template download. Ar documenstion ar upore akti post likhun❤️