Lifestyle

2024 রমজানের ক্যালেন্ডার | 2024 সালের রমজানের ক্যালেন্ডার

আসসালামু আলাইকুম। 2024 রমজানের ক্যালেন্ডার নিয়ে লেখা নিয়ে লেখা আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি 2024 সালের রমজানের ক্যালেন্ডার খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। বাংলাদেশের সকল এলাকার ক্যালন্ডার বা সময়সূচি পাবেন আর্টিকেলটিতে থেকে। ক্যালেন্ডার থেকে ইফতার ও সেহরির শেষ সময়ে সহজেই জেনে ফেলতে পারবে।

তালিকা, ছবি এবং ক্যালেন্ডারের পিডিএফ পাবেন আমাদের এই আর্টিকেলটি থেকে। ছবি এবং পিডিএফ ডাউনলোড করে অফলাইনে সহজেই যেকোন সময়ে ইফতার ও সেহরির সময় দেখে নিতে পারবেন। এবারের রমজান মাস শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ (চাঁদ দেখার উপর নির্ভরশীল) এবং যদি ৩০ টি রোজা হয় তাহলে রমজান শেষ হবে ১০ এপ্রিল ২০২৪ তারিখে। তাহলে এখন চলুন দেরী না করে ২০২৪ সালের রমজানের ক্যালেন্ডার দেখে নেওয়া যাক।

2024 রমজানের ক্যালেন্ডার

2024 সালের রমজানের ক্যালেন্ডারটি তালিকা আকারে নিম্নে দিয়ে দিলাম। তবে এই তালিকাটি মূলত ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকার জন্য। অন্য সকল জেলার জন্য এই ক্যালেন্ডারটি ব্যবহার করতে হলে সেহরী ও ইফতারের সময়ের সাথে কিছু সময় যোগ ও বিয়োগ করতে হবে। কোন এলাকার সাথে যোগ ও কোন এলাকার সাথে বিয়োগ করতে হবে তা ক্যালেন্ডারটির নিচে পেয়ে যাবে। সেখান থেকে দেখে নিন।

রমজানতারিখদিনসাহরি শেষফজর শুরুইফতার
০১১২ মার্চমঙ্গলবার৪ঃ৫১ মি.৪ঃ৫৭ মি.৬ঃ১০ মি.
০২১৩ মার্চবুধবার৪ঃ৫০ মি.৪ঃ৫৬ মি.৬ঃ১০ মি.
০৩১৪ মার্চবৃহস্পতিবার৪ঃ৪৯ মি.৪ঃ৫৫ মি.৬ঃ১১ মি.
০8১৫ মার্চশুক্রবার৪ঃ৪৮ মি.৪ঃ৫৪ মি.৬ঃ১১ মি.
০৫১৬ মার্চশনিবার৪ঃ৪৭ মি.৪ঃ৫৩ মি.৬ঃ১২ মি.
০৬১৭ মার্চরবিবার৪ঃ৪৬ মি.৪ঃ৫২ মি.৬ঃ১২ মি.
০৭১৮ মার্চসোমবার৪ঃ৪৫ মি.৪ঃ৫১ মি.৬ঃ১২ মি.
০৮১৯ মার্চমঙ্গলবার৪ঃ৪৪ মি.৪ঃ৫০ মি.৬ঃ১৩ মি.
০৯২০ মার্চবুধবার৪ঃ৪৩ মি.৪ঃ৪৯ মি.৬ঃ১৩ মি.
১০২১ মার্চবৃহস্পতিবার৪ঃ৪২ মি.৪ঃ৪৮ মি.৬ঃ১৩ মি.
১১২২ মার্চশুক্রবার৪ঃ৪১ মি.৪ঃ৪৭ মি.৬ঃ১৪ মি.
১২২৩ মার্চশনিবার৪ঃ৪০ মি.৪ঃ৪৬ মি.৬ঃ১৪ মি.
১৩২৪ মার্চরবিবার৪ঃ৩৯ মি.৪ঃ৪৫ মি.৬ঃ১৪ মি.
১৪২৫ মার্চসোমবার৪ঃ৩৮ মি.৪ঃ৪৪ মি.৬ঃ১৫ মি.
১৫২৬ মার্চমঙ্গলবার৪ঃ৩৬ মি.৪ঃ৪২ মি.৬ঃ১৫ মি.
১৬২৭ মার্চবুধবার৪ঃ৩৫ মি.৪ঃ৪১ মি.৬ঃ১৬ মি.
১৭২৮ মার্চবৃহস্পতিবার৪ঃ৩৪ মি.৪ঃ৪০ মি.৬ঃ১৬ মি.
১৮২৯ মার্চশুক্রবার৪ঃ৩৩ মি.৪ঃ৩৯ মি.৬ঃ১৭ মি.
১৯৩০ মার্চশনিবার৪ঃ৩১ মি.৪ঃ৩৭ মি.৬ঃ১৭ মি.
২০৩১ মার্চরবিবার৪ঃ৩০ মি.৪ঃ৩৬ মি.৬ঃ১৮ মি.
২১০১ এপ্রিলসোমবার৪ঃ২৯ মি.৪ঃ৩৫ মি.৬ঃ১৮ মি.
২২০২ এপ্রিলমঙ্গলবার৪ঃ২৮ মি.৪ঃ৩৪ মি.৬ঃ১৯ মি.
২৩০৩ এপ্রিলবুধবার৪ঃ২৭ মি.৪ঃ৩৩ মি.৬ঃ১৯ মি.
২৪০৪ এপ্রিলবৃহস্পতিবার৪ঃ২৬ মি.৪ঃ৩২ মি.৬ঃ১৯ মি.
২৫০৫ এপ্রিলশুক্রবার৪ঃ২৪ মি.৪ঃ৩০ মি.৬ঃ২০ মি.
২৬০৬ এপ্রিলশনিবার৪ঃ২৪ মি.৪ঃ৩০ মি.৬ঃ২০ মি.
২৭০৭ এপ্রিলরবিবার৪ঃ২৩ মি.৪ঃ২৯ মি.৬ঃ২১ মি.
২৮০৮ এপ্রিলসোমবার৪ঃ২২ মি.৪ঃ২৮ মি.৬ঃ২১ মি.
২৯০৯ এপ্রিলমঙ্গলবার৪ঃ২১ মি.৪ঃ২৭ মি.৬ঃ২১ মি.
৩০১০ এপ্রিলবুধবার৪ঃ২০ মি.৪ঃ২৬ মি.৬ঃ২২ মি.

বাংলাদেশের সকল জেলার 2024 রমজানের ক্যালেন্ডার

আগেই বলেছি উপরোক্ত রমজানের ক্যালেন্ডারটি সকল জেলার জন্য নয়। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার উপরোক্ত ক্যালেন্ডারের সময় অনুযায়ী সেহরি ও ইফতার করতে পারে। অন্য সকল জেলাকে এই সময়ের সাথে কিছু সময় যোগ এবং বিয়োগ করে নিতে হবে।

  • ঢাকার সাথে সেহরীঃ নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর
  • ঢাকার সাথে ইফতারঃ গাজীপুর, নেত্রকোনা, পিরোজপুর, মাদারীপুর

ঢাকা সাথে সেহরির সময় যোগ করতে হবে যে সকল এলাকারঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নিলফামারী – ১ মিনিট
  • বরিশাল, ভোলা, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর – ২ মিনিট
  • দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও – ২ মিনিট
  • নওগাঁ, ঝালকাটি – ৩ মিনিট
  • নাটোর, পাবনা, রাজবাড়ি, মাগুরা পটোয়াখালি, গোপালগঞ্জ – ৪ মিনিট
  • রাজশাহী, কুষ্টিয়া, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ – ৫ মিনিট
  • খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাপাইনবাবগঞ্জ মেহেরপুর, সাতক্ষীরা – ৬ মিনিট
  • মেহেরপুর, সাতক্ষীরা – ৭ মিনিট

ঢাকা সাথে ইফতারের সময় যোগ করতে হবে যে সকল এলাকারঃ

  • ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১ মিনিট
  • খুলনা, টাঙ্গাইল, নড়াইল, মানিকগঞ্জ, ফরিদপুর – ২ মিনিট
  • শেরপুর, মাগুরা, জামালপুর – ৩ মিনিট
  • যশোর, সাতক্ষীরা, রাজবাড়ি, সিরাজগঞ্জ – ৪ মিনিট
  • পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ – ৫ মিনিট
  • বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মেহেরপুর -৬ মিনিট
  • রাজশাহী, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, লালমনিরহাট – ৮ মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকা সাথে সেহরীর সময় বিয়োগ করতে হবে যে সকল এলাকারঃ

  • রংপুর, গাজীপুর, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার – ১ মিনিট
  • চট্টগ্রাম, নরসিংদী, জামালপুর – ২ মিনিট
  • কুড়িগ্রাম, শেরপুর, লালমনিরহাট – ২ মিনিট
  • ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফেনী – ৩ মিনিট
  • নেত্রকোনা, বি.বাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
  • খাগড়াছড়ি, হবিগঞ্জ – ৬ মিনিট
  • সুনামগঞ্জ, মৌলভীবাজার – ৮ মিনিট
  • সিলেট – ৯ মিনিট

ঢাকা সাথে ইফতারের সময় বিয়োগ করতে হবে যে সকল এলাকারঃ

  • কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, বালকাঠি – ১ মিনিট
  • বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর – ২ মিনিট
  • ব্রাক্ষণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
  • সিলেট, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার – ৪ মিনিট
  • ফেনী – ৫ মিনিট
  • চট্টগ্রাম, খাগড়াছড়ি – ৮ মিনিট
  • রাঙামাটি – ৯ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

2024 রমজানের ক্যালেন্ডার পিকচার/ ছবি

২০২৪ সালের রমজানের ক্যালেন্ডারের একটি ছবি নিম্নে দিয়ে দিলাম। আপনি চাইলে ছবিটি ডাউনলোড করে নিতে পারেন। এতে করে যখন তখন আপনার প্রয়োজনে অফলাইনে ছবি বের করে সময়সূচিটি দেখে নিতে পারবেন।

রমজানের সময় সূচি 2024 পিকচার/ ছবি

2024 রমজানের ক্যালেন্ডার Pdf

আপনি যদি 2024 সালের রমজানের ক্যালেন্ডার Pdf ডাউনলোড করতে চান সেটিও এই আর্টিকেলটি থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। নিম্নে পিডিএফ ফাইলটির সকল তথ্য ও ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

File NameRamadan Calander 2024
File Size254 KB
Pdf ColorRGB
Total Page1
Download LinkClick Here

উপসংহার

এই ছিল 2024 সালের রমজানের ক্যালেন্ডার নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলটি থেকে সময়সূচি দেখে নিন। আর্টিকেলে থাকা ক্যালেন্ডারের সময়সূচিটি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী দেওয়া হয়েছে। তাই নিশ্চিন্তে এই সময়সূচিটি আপনি অনুকরণ করতে পারেন।

আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যেমে তা করতে পারনে। পরিশেষে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। আল্লাহ হাফেজ

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.