Freelancing

মার্কেট, মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করতে হয়?

আমরা কী জানি মার্কেট কী? কাকে বলে? মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করতে হয়? যদি না জেনে থাকেন তবে আজকের আর্টিকেল আপনার জন্য। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক।

মার্কেট কী এবং কাকে বলেঃ

আমাদের যদি জিজ্ঞাসা করা হয় মার্কেট কী? তাহলে আমরা বেশিরভাগ জনই উত্তর দেব যেখানে কোনো কিছু কেনা-বেচা হয় সেটাই মার্কেট।

আবার কেউ কেউ একটু জ্ঞানীর জ্ঞানী ভাব নিয়ে বলতেই পারে যেখানে ক্রেতা বিক্রেতা কোন কিছু বিনিময় করেন তাকে মার্কেট বলে।

আরো পড়ুনঃ কী ওয়ার্ড নিয়ে কিছু কথা জেনে নিন

হয়ত এরকম ধরনের অনেকেই অনেক রকম সংঙ্গা দিতেই পারে। কিন্তু, আসলে এগুলোর কোনটাই মার্কেটের আসল এবং বাস্তবিক সংঙ্গা না। মার্কেট মানে বাজার। মার্কেট বলতে বলা যায়ঃ কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের মনের ভেতরের বিষয়/স্থান।

মানুষের মনের গভীরের চিন্তা ভাবনা, আশা-আকাঙ্খাই একজন প্রকৃত মার্কেটারের জন্য আসল মার্কেট। তো আপনাদের কাছে হয়ত পরিষ্কার হয়েছে মার্কেট আসলে কী? পরিষ্কার না হলে সহজ ভাষায় আরেকবার পড়ে নিন। ক্রেতা বিক্রেতার মনের ভেতর আপনার পন্য সম্পর্কে যে ধারণা সেটাই মার্কেট।

মনেকরেন যে, আপনার বাজারে ছাড়া কোন পন্য সম্পর্কে মানুষের ভালো ধারণা আছে আর ভালো ধারণা থাকলেই মানুষ আপনার পন্য কিনবেন আর সবাই যখন আপনার পন্যটি কিনবেন তখন ই তো আপনি/আমি বলতে পারবো আপনার পন্যটি মার্কেট পেয়েছে। আশাকরি বুঝতে পেরেছেন। এবার চলুন জেনে নিই।

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং কী? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]

মার্কেটিং কি?

মার্কেটিং এর জনক বলা হয়ে থাকে ফিলিপ কটলারকে। তিনি এত সুন্দর এবং আকর্ষণীয় করে মার্কেটিং সম্পর্কে বিস্তারিত লিখেছেন যে তার পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত  এত বিস্তারিত করে আর কেউ লিখতে পারেনি। কটলার তার মার্কেটিং এর সঙ্গায় বলেছেন –

Marketing is about Satisfing needs and wants through an exchange process

অর্থাৎ মার্কেটিং হলো এমন একটি বিনিময় প্রক্রিয়া যেটার মাধ্যমে সন্তুষ্টির সাহায্যে কাষ্টমারের প্রয়োজন ও চাহিদা পূরণ হয়। আর সহজভাবে মার্কেটিং বলতে  প্রোমোশন এবং প্রচারনাকে বোঝায়।

ডিজিটাল মার্কেটিং কী?

এতক্ষণ  আমারা শিখলাম মার্কেট ও মার্কেটিং সম্পর্কে। মার্কেটিং বলতে সাধারণত কোন পন্য কেনা-বেচা , প্রচার-প্রচারনা করা মানুষের মতো পন্য সৃষ্টি ইত্যাদি  বুঝায়।

আর ডিজিটাল মার্কেটিং বলতে কোন ডিজিটাল মিডিয়া/মাধ্যম ব্যবহার করে যেকোনো পন্য ক্রয় বিক্রয় , প্রচার-প্রচারনাকে বোঝায়।

ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ

  1. Search Engine Optimization (SEO
  2.  Social Media Marketing (SMM)
  3. E-mail Marketing
  4. Content Righting
  5. Alifeat Marketing
  6. E-COMMERCE
  7. Website Advertisement
  8. Television Advertising
  9. Mobile SMS/MMS
  10. Electronic Billboard ইত্যাদি

কোথায় এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করব/শিখব

ডিজিটাল মার্কেটিং এর ধাপে উল্লিখিত বিষয়গুলোর কয়েকটি ভালো করে আয়ত্ত করুন। তারপর কোন ই-মার্কেটপ্লেসে যোগাযোগ করুন। অথবা আপনি নিজেই নিজের পন্যের প্রচার-প্রচারনা করতে পারেন। এছাড়া আরো ভালো করে শিখতে কোন প্রোফেশনাল কোর্সোও করতে পারেন।

তো কেমন লাগলো আজকের আর্টিকেলটা? ভালো লাগলে শেয়ার করতে ভুলবেননা ‌ আর যদি কোন প্রকার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি।

বিঃদ্রঃ এই আর্টিকেল সর্বপ্রথম প্রকাশিত হয়েছে InfoTimesBD

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.